পটিয়ায় খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় পুলিশের অভিযানে খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবলু বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৩টায় পটিয়া উপজেলার শান্তির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।

বাবলু বড়ুয়া (৩৫) পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের উত্তর ভূর্ষি (বড়ুয়ার পাড়া, বড়ুয়ারটেক, দিলু বড়ুয়ার বাড়ী), ০৭নং ওয়ার্ডের দিলীপ বড়ুয়ার পুত্র।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বাবলু বড়ুয়াকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে আজ সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top