পটিয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সায়েম আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোঃ সায়েম (৪৩) কে আটক করেছে পটিয়া থানা পুলিশ। সায়েম পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মৃত নুরুল আলমের পুত্র। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম চট্টগ্রাম নগরীর খুলশী থেকে তাকে আটক করে।

আটকের পর তার স্বীকারোক্তি মতে মঙ্গলবার দিবাগত রাত ১টায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ইলিয়াছ খার বাড়ি এলাকায় পরিত্যক্ত একটি ঘরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

এব্যাপারে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নুর জানান, তার কাছে প্রচুর অস্ত্র রয়েছে। গত ৪ আগস্ট পটিয়ায় মাদ্রাসা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণসহ সমস্ত অস্ত্রসস্ত্র সরবরাহ করেছে, এ সংক্রান্তে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে।

আজ বুধবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং তার রিমান্ড আবেদন করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top