পটিয়ায় কাভার্ডভ্যানসহ তেল ছিনতাই, চক্রের মূলহোতা গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: পটিয়ায় ছিনতাই চক্রের মূলহোতা সুজন দত্তকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই করা মিনি কাভার্ডভ্যানসহ ১ হাজার ৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল পৌনে ১০টায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন দত্ত আনোয়ারা উপজেলার চাতরি ইউপির দিলীপ দত্তের ছেলে।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ দে বলেন, গত বৃহস্পতিবার সকালে নয়াহাট এলাকায় স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড কোম্পানির সয়াবিন তেলবাহী একটি মিনি কাভার্ডভ্যান ছিনতাই হয়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত চালককে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও গাড়িসহ তেল লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার পর কোম্পানির কর্মকর্তা শাহ জুলহাস বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিকাল সাড়ে ৪টায় আনোয়ারা উপজেলার চাতরি ইউপির নি জবাড়ি থেকে সুজন দত্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই করা মিনি কাভার্ডভ্যানসহ ১ হাজার ৩৫২ লিটার তেল উদ্ধার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top