পড়া হয়েছে: 114
পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে কচুয়াই ইউনিয়নে ইউপি সদস্য ও যুবলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিনকে
গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
কামাল উদ্দিন কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই আবু মেম্বার বাড়ি এলাকার মৃত নুর আহমদের পুত্র। তিনি কচুয়াই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, বিএনপির অফিস ভাঙচুরসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/পিপলু/এসএ