পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি: পটিয়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) ভোর ৪ টায় পটিয়া পৌরসভার কিচেন মার্কেট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা হলে— জসিম (২১), দীল মোহাম্মদ (২২) ও নাহিদ হাসান (২১)।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত তিনজন চিহ্নিত আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় চুরি,মাদক,অস্ত্র মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top