পটিয়ায় আদালত চত্বরে এক অস্ত্রধারীকে গণপিটুনি

জামিন বাতিল করে কারাগারে প্রেরণ

চাটগাঁ নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি বর্ষণের দায়ে এক অস্ত্রধারীকে পটিয়া আদালত চত্বরে গণপিটুনি দিয়েছে স্থানীয় ছাত্র-জনতা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুুপুরে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক শিবির নেতার দায়ের করা মামলায় জামিন নিতে এসে ছাত্র-জনতার রোষানলে পড়ে গণপিটুনির শিকার হয়  মো. রনি (৩৫) নামের ওই অস্ত্রধারী। সে পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণঘাটা এলাকার শফিউল আলম প্রকাশ বাটাম মিস্ত্রির পুত্র।

জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে পটিয়া আল জামিয়া মাদ্রাসার ছাত্ররা মিছিল বের করলে মো. রনি পটিয়ার পল্লী বিদ্যুতের সামনে প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে মিছিলকারীদের উপর নির্বিচারে গুলি চালায়।

এর আগে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে পটিয়া সরকারী কলেজ গেটের সামনে অস্ত্রধারী রনি প্রকাশ্যে ছাত্রদের মিছিলে হামলা চালিয়ে ছাত্রদের আহত করে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে  রনি আত্মগোপনে চলে যায়। ছাত্র আন্দোলনে সংগঠিত ঘটনায় শিবির নেতা এনামুর রশিদের দায়ের করা মামলায় সে এজাহারনামীয় আসামি ছিল। মামলার বর্ণনায়ও তাকে অস্ত্রধারী রনি হিসেবে উল্লেখ করা হয়েছে।

উক্ত মামলায় আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে রনিসহ কয়েকজন পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে রনিসহ ২২ জনের জামিন মঞ্জর করেন। এ সময় আদালতে রনির উপস্থিতির খবর পেয়ে ছাত্র-জনতা আদালতের দিকে অগ্রসর হলে রনি সেখান থেকে পালিয়ে যাওয়ার পথে পটিয়া সরকারী কলেজ মাঠে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রোষানলে পড়ে।

এ সময় ছাত্র-জনতার হাতে সে গণপিটুনির শিকার হয়। এক পর্যায়ে ছাত্ররা তাকে পটিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে ছাত্র-জনতা আদালতে গিয়ে আইনজীবী কক্ষে বিক্ষোভ করলে আইনজীবীরা জামিনের আবেদন প্রত্যাহার করে নেয়। যার ফলে আদালতের জামিন বাতিল হয়ে যায়। পরে ওই মামলায় রনিকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও ফোরকান মিয়া বলেন, ছাত্র আন্দোলনে হামলার আসামি রনিসহ ২২ জন আসামি জামিন চাইলে ছাত্রদের বিক্ষোভের কারণে আইনজীবীরা জামিন আবেদন প্রত্যাহার করে নেন। ফলে প্রত্যেকের জামিন বাতিল হয়ে যায়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top