পটিয়ায় অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, ২ ঘণ্টা পর উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় দিবালোকে অস্ত্রের মুখে অটোরিকশায় তুলে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পটিয়া মুন্সেফ বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

এসময় মুখোশধারী অপহরণকারীরা তাকে তুলে নিয়ে যায়। মুরগি ব্যবসায়ীর নাম মোহাম্মদ আরজু (২৫)। তিনি মুন্সেফ বাজার এলাকার নুরু মিস্ত্রির পুত্র। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে ছুটে যায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, অপহরণের শিকার মোহাম্মদ আরজু ইউনিয়ন ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি চাকরিচ্যুত হলে তিনি মুন্সেফ বাজারের উত্তর পাশে সুচক্রদণ্ডী রোডের মাথায় একটি মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দোকান খোলেন। সকাল ৮টার দিকে ৫-৬ জন মুখোশধারী যুবক অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ী আরজুকে অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে পটিয়া থানার পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের সাঁড়াশি অভিযানে প্রায় তিন ঘণ্টা পর পটিয়ার ধলঘাট ইউনিয়নের চন্দ্রকলা স্টিল ব্রিজের দক্ষিণে মুরগি ফার্ম সংলগ্ন পুকুর পাড় থেকে আরজুকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। তবে কোন অপহরণকারীকে ধরা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

পটিয়া মুন্সেফ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম খোকন জানান, অপহরণের শিকার আরজু ইতিপূর্বে ব্যাংকে চাকরি করতেন। চাকরিচ্যুত হওয়ার পর পটিয়া মুন্সেফ বাজার এলাকায় একটি মুরগির দোকান দেন তিনি। সকালে মুখোশধারী কিছু যুবক অস্ত্র ঠেকিয়ে আরজুকে তুলে নিয়ে গেছে। বিষয়টি থানা পুলিশকে জানানোর পর তাকে উদ্ধার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে তদন্ত ও অভিযানের মাধ্যমে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top