পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছে নূর: ডিএনসিসি

চাটগাঁ নিউজ ডেস্ক : পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার (২১ মে) বিকেলে ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে দুটি স্ক্রিনশটও পাঠিয়েছে ডিএনসিসি।

ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেয়ার জন্য চলতি মাসের ১৮ তারিখ ফোন করে।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার আইনি বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই মর্মে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আর ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন।

তার প্রেক্ষিতে গত মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। যাতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে নুরুল হক বলেন—  সিটি করপোরেশনের এ দাবি ‘ভোগাস’ ও ‘ভিত্তিহীন’।

তিনি আরো বলেন— ধরেন যদি কেউ কোনো কার্যক্রমের জন্য ফোন করতে পারে, কিন্তু তার জন্য আন্দোলন করবে, সেটা তো বিষয় না। তাঁর (প্রশাসক) বিরুদ্ধে যে অভিযোগ, সে হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত অভিযোগে গ্রেপ্তার হয়েছে, কারাবরণ করেছে, আওয়ামী লীগের লোকজনের সঙ্গে ফেসবুকে তাঁর অসংখ্য ছবি, এগুলো কি মিথ্যা?’ এই কর্মসূচিতে গণ অধিকার পরিষদ ছাড়াও বিএনপির লোকজন ছিল বলেও দাবি করেন তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

 

Scroll to Top