চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন, পচা আচার মজুদের দায়ে মেসার্স নাছির ব্রাদার্স ও আজমির ট্রেডিং নামে দুইটি আচারের কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে রেয়াজুদ্দিন বাজারের রহমতুন্নেছা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিচারিক দায়িত্ব পালিন করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।
তিনি বলেন, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন, পচা আচার মজুদ, মেয়াদহীন লেভেল ব্যবহার ও বাজারজাত করার অপরাধে মেসার্স নাছির ব্রাদার্সকে ২ লাখ এবং আজমির ট্রেডিংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টীম অভিযানে সহায়তা করেন।
চাটগাঁ নিউজ/এসএ