ন্যান্সি-রাহীর ‘প্রেমের সাত মাস’

চাটগাঁ নিউজ ডেস্ক: ‘সাতটি মাস’ শিরোনামের নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি। এ গানে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এহসান রাহী। রাজু চৌধুরীর কথা ও সেতু চৌধুরীর সংগীতায়োজনে শব্দ কারিগর ইউটিউব চ্যানেল থেকে খুব শিগগির ভিডিও আকারে গানটি প্রকাশিত হবে।

গানটির প্রেক্ষাপট সম্পর্কে এহসান রাহী বলেন, ‘গানটি প্রেমিক-প্রেমিকার সাত মাসের একটি সফর নিয়ে। সাত মাস তারা একটা সম্পর্কে ছিল, সেই সম্পর্কটা তাদের কাছে মনে হয় ৭০০ বছর। খুব সুরেলা একটা গান। গাওয়ার পাশাপাশি সুরও করেছি। শব্দ কারিগর এ পর্যন্ত চল্লিশোর্ধ্ব গান করেছে, এটাই তাদের প্রথম দ্বৈত গান

রাহী আরও বলেন, ন্যান্সি ও আমার দুজনেরই মনে হয়েছে, গানটি শ্রোতাদের ভালো লাগবে।

২০০৯ সালে ন্যান্সির প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা মুক্তি পায়। এর আগে ন্যান্সির সঙ্গীত জীবন শুরু হয় ২০০৬ সালে হৃদয়ের কথা চলচ্চিত্রের গান গেয়ে। ২০১১ সালের প্রজাপতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

 

চাটগাঁ নিউজ/এমএসআই

Scroll to Top