ন্যাটোর সদস্যপদের বিনিময়ে আমি পদত্যাগ করতে রাজি

আন্তর্জাতিক ডেস্ক: স্থায়ী শান্তি কিংবা সামরিক জোট ন্যাটোতে যোগদানের জন্য দরকার হলে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেবেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবের উত্তরে এই মন্তব্য করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে প্রশ্ন করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কী ধরনের নিশ্চয়তা চান তিনি? আর শান্তির জন্য যদি প্রেসিডেন্ট পদ থেকে তাকে সরে যেতে বলা হয়, তাহলে তিনি কি তা মেনে নেবেন?

এ প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, হ্যাঁ, এর মাধ্যমে যদি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হয়, তাহলে আমি খুশি মনেই মেনে নেবো। আপনি যদি চান আমি চেয়ার ছেড়ে দিই, তবে আমি এটি করতে প্রস্তুত। এটি আমি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিনিময়েও করতে পারি।

এই মুহূর্তে ইউক্রেনের নিরাপত্তা নিয়েই বেশি ভাবছেন বলে জানান জেলেনস্কি। আলাপের শুরুতেই ইউক্রেন ইস্যু নিয়ে ইউরোপীয় নেতাদের বৈঠকের ব্যাপারে কথা বলেন প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, ইউরোপের নেতারাও নিরাপত্তা নিয়েই সোমবার (২৪ ফেব্রুয়ারি) কথা বলবেন। তারা বছরের পর বছর ধরে কথা বলবেন না। তারা কথা বলবেন কয়েক সপ্তাহ। ইউরোপের মতো আমেরিকারও সহায়তা দরকার ইউক্রেনের।

এদিকে, এক রাতেই ইউক্রেনে আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। তিন বছর আগে যুদ্ধ শুরুর পর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। রোববার ইউক্রেনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। যুদ্ধ শুরুর তিন বছর পূর্ণ হওয়ার ঠিক আগে এই হামলা হলো।

সূত্র: বিবিসি

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top