নোমানের মৃত্যুতে বিএনপির তিন দিনের শোক কর্মসূচি

চট্টগ্রাম প্রেসক্লাব, সিইউজে ও সিএমইউজের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপি তিন দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নগর বিএনপির পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক কর্মসূচি পালনের সিদ্ধান্ত জানানো হয়েছে।

তিনদিনব্যাপী শোক কর্মসূচির মধ্যে রয়েছে— কালো ব্যাজ ধারণ: বিএনপির নেতাকর্মীরা শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করবেন।

খতমে কোরআন: চট্টগ্রাম মহানগরের প্রতিটি ওয়ার্ডে মরহুম আব্দুল্লাহ আল নোমানের আত্মার শান্তির জন্য খতমে কোরআন অনুষ্ঠিত হবে।

দোয়া ও মিলাদ মাহফিল: নগরীর বিভিন্ন এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে। শোক কর্মসূচিতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও শোক কর্মসূচির অংশ হিসেবে আজ বাদে জোহর চট্টগ্রামের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুম আব্দুল্লাহ আল নোমানের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য শামসুল আলম, সাবেক নগর বিএনপির সাধারণ সম্পাদক হাশেম বক্কর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মোবিন, নগর বিএনপির সদস্য আবুল হাসান, কামরুল ইসলাম, এম এ হান্নান, আবু মুসাসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নগর বিএনপির নেতারা বলেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন এক নির্লোভ, দেশপ্রেমিক ও জনদরদী রাজনীতিবিদ। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আমৃত্যু জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তার মৃত্যুতে বিএনপি ও দেশ এক দক্ষ, প্রজ্ঞাবান ও ত্যাগী নেতাকে হারালো। মহানগর বিএনপি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে।

এদিকে বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে পৃথক শোক জানিয়েছে সাংবাদিকদের পেশাজীবী সংগঠন চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।

চাটগাঁ নিউজ /ইউডি/এসএ

Scroll to Top