চাটগাঁ নিউজ ডেস্ক : নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে নগরের রিয়াজউদ্দিন বাজারের প্যারাডাইস সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, বিক্রি, লেবেলিং প্রবিধানমালা লঙ্ঘন, যত্রতত্র খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণসহ নানা অসঙ্গতি দেখায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে কারখানার সংস্কার না করা পর্যন্ত উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন—বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী, সহায়ক কর্মচারীবৃন্দ এবং কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস টিম।
চাটগাঁ নিউজ/এসএ







