পটিয়া প্রতিনিধি: পটিয়ায় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত কর্তৃক গভীর রাতে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে ঘটনাটি ঘটে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ সাবেক চেয়ারম্যান আবুল কাসেমের খামার বাড়ির পুকুরে।
লুটকৃত মাছের মূল্য প্রায় ৩ লাখ টাকা হবে বলে চেয়ারম্যান আবুল কাসেম দাবি করেন। এ সময় দুই নৈশ প্রহরীকে দূর্বৃত্তরা মারধর করে। বর্তমানে একজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।
স্থানীয় সুত্রে জানা যায়— ৩০ থেকে ৪০ জনের অস্ত্রধারী দুর্বৃত্তের দল বুধবার গভীর রাতে আবুল কাসেমের বাগান বাড়ীতে হানা দিয়ে প্রথমে গ্রিল ও তালা ভেঙে খামার বাড়িতে প্রবেশ করে। এ সময় দূর্বৃত্তরা দুই নৈশপ্রহরীকে হাত পা বেঁধে মারধর করে।
এতে আহত নৈশ প্রহরীরা হলেন, কাশিয়াইশ ইউনিয়ন মহিরা পেরপেরা গ্রামের সুবল বিশ্বাসের পুত্র তাপস বিশ্বাস (৩৫) ও আনোয়ারা উপজেলার নুরুজ্জামানের পুত্র আশরাফ আলী (৬৫) ।
পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবুল কাসেম বলেন, আমার নিজস্ব এই খামার বাড়িতে গভীর রাতে ৩০-৪০ জনের দুর্বৃত্তের দল হানা দিয়ে নৈশ প্রহরীদের হাত পা বেঁধে পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। খামার বাড়ির গ্রিল,তালা ভেঙে প্রবেশ করে পুকুর থেকে প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ লুট করে। এ সময় দুই নৈশ্যপ্রহরীকে কুপিয়ে মারত্মক আহত করে । বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ নাজমুন নুর বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দূর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ