নেপালে বাংলাদেশ টিম হোটেলের পাশে অগ্নিসংযোগ, আতঙ্কে ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক: নেপালে চলমান ছাত্র-জনতার আন্দোলনের জেরে সরকারের পতন ঘটেছে এবং কাঠমান্ডুর যেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবস্থান করছে, সেই হোটেলের কাছেই এক ভবনে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এতে দলের খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সবাই হোটেলে নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন, যাতে তিনি বলেছেন,‘এখানে মনে হয় নিরাপদ না। অন্য কোথাও যাবো কিনা?’ ভিডিওতে জামালকে আতঙ্কিত অবস্থায় কথা বলতে দেখা যায়।

নেপালে কয়েকদিন ধরে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চলছে। সরকার সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গতকাল পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।

এর আগে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে এবং পার্লামেন্ট ভবনে ঢুকে বিক্ষোভকারীরা সেখানে আগুন দেন বলে খবর পাওয়া যায়। এ পরিস্থিতির কারণে বিমান চলাচলও বন্ধ করে দেয়া হয়।

ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হামজা-সমিতিদের ছাড়াই নেপালে গিয়ে পৌঁছায় বাংলাদেশ দল। গত শনিবার (৬ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে জামাল ভূঁইয়ারা, এবং দ্বিতীয় ও শেষ ম্যাচটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top