নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১৪

চাটগাঁ নিউজ ডেস্ক : নেপালে প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে সারা দেশে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত সংস্থাগুলো নিখোঁজ নয়জনকে খুঁজছে।

রোববার (৭ জুলাই) পুলিশের বরাতে এই তথ্য দিয়েছে এএফপি। তীব্র বর্ষণে নেপাল, ভারত ও বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। নেপালি পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কারকি বলেছেন, বিভিন্ন জায়গায় নিখোঁজদের খুঁজে বের করতে পুলিশ অন্যান্য সংস্থা ও স্থানীয়দের সঙ্গে কাজ করছে।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বৃষ্টি দক্ষিণ এশিয়া জুড়ে প্রতি বছর ব্যাপক মৃত্যু ও ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বন্যা এবং ভূমিধসের ফলে মৃত্যুর সংখ্যা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত সড়ক নির্মাণ এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে।

নেপালের কিছু অংশে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ একাধিক নদীতে আকস্মিক বন্যার বিষয়ে সতর্কতা জারি করেছে। গত মাসে নেপালে ভূমিধস, বজ্রপাত ও বন্যায় ভয়াবহ ঝড়ে ১৪ জন নিহত হয়েছে। এছাড়া ভারত সীমান্তবর্তী নিম্নভূমি এলাকার বেশ কয়েকটি জেলা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে ভারতের আসামের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বন্যায় অনেকটাই ভেসে গেছে। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনডিটিভি জানিয়েছে, এ পর্যন্ত ওই বন্যায় ৭০ জন নিহত হয়েছেন।

এদিকে ভারত থেকে বন্যার পানি ঢুকছে বাংলাদেশে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে বন্যায় ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top