নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে আগামী সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে নেপাল। বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ), তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে।

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে ৬ সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে নেপাল। এরপর ৯ সেপ্টেম্বর কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটি।

বাছাইয়ের ‘এফ’ গ্রুপে থাকা নেপাল এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। তাদের সামনে রয়েছে ৯ অক্টোবর ভিয়েতনামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ।

বাংলাদেশও এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে অংশ নিচ্ছে। এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচের মধ্যে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে একটি পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। এরপর ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারে। আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।

এই ম্যাচের আগে দলকে প্রস্তুত করতে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল বাফুফে। নেপালের ফুটবল সংস্থার এই ঘোষণা সেই পরিকল্পনারই প্রতিফলন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top