নেপালকে পাত্তাই দেয়নি বাংলাদেশ

চাটগাঁ নিউজ ডেস্ক : আক্রমণের পসরা সাজিয়ে নেপালকে রীতিমত এলোমেলো করে দিয়েছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গোলাম রব্বানী ছোটনের দল পেয়েছে উড়ন্ত সূচনা। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪-০ ব্যবধানে।

শুরুতেই বড় জয়ে এর মধ্যেই সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশের কিশোররা। একই গ্রুপের আরেক ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়েছিল নেপাল। অর্থাৎ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে যে কোন ব্যবধানে হারালে অথবা ড্র করলেও সেমিফাইনালে যাবে বাংলাদেশ। নেপালের সেমি ভাগ্য এখন বাংলাদেশের হাতে।

শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেললেও নেপালের গোল দরজা খুলতে বাংলাদেশের সময় লেগেছে ৩০ মিনিট। এর আগে বারবার হতাশ হতে হয়েছে তাদের। ম্যাচের পঞ্চম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে নেপাল গোলকিপারকে কাটিয়ে দুরূহ কোণ থেকে শট নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তবে বল বাইরের জাল কাঁপায়।

এরপর আরও কয়েকটি আক্রমণ শাণালেও নেপাল গোলকিপারকে পরাস্ত করতে পারেনি দল। আক্রমণ ধারা অব্যাহত রেখে বাংলাদেশ সফলতা পায় ম্যাচের ৩০ মিনিটে। ফয়সালের কর্নার নেপাল গোলকিপার ফিস্ট করলেও বল পেয়ে যান সাব্বির ইসলাম। চলন্ত বলে এই ডিফেন্ডারের শট চোখের পলকে জালে জড়ায়।

বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। সতীর্থের থ্রু পাস ধরে নিখুঁত চিপে আগুয়ান নেপাল কিপারের উপর দিয়ে লক্ষ্যভেদ করেন অপু রহমান। কয়েক মিনিট পরেই ৩-০ করেন মোহাম্মদ আরিফ। বক্সের উপর থেকে কোনাকুণি শট ঝাঁপিয়েও রুখতে পারেননি নেপাল কিপার রাম বাহাদুর। ৬৫ মিনিটে নেপালকে পুরোপুরি ছিটকে দেন মোহাম্মদ মানিক। তার গোলে সহজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top