রামু প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ২৯৬ কক্সবাজার-৩ এ তৃতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন- জনগণের সেবক হয়ে অতীতের মতো জনকল্যাণে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার প্রতিটি এলাকার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। টানা তৃতীয়বারের মতে নির্বাচিত হয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। আমাদের এলাকার উন্নয়ন দরকার।
নব নির্বাচিত সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, আবারো আপনারা প্রমাণ করেছেন, নেতা নয় জনতাই হচ্ছে আসল শক্তি। অনেক নেতা বেইমানি করলেও, তৃণমূলের নেতাকর্মীরা বেইমানি করে না। জায়গা-জমি নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। তবে কোন অবস্থাতেই ভূমিদস্যুতা করা যাবে না। যারা সমাজে ভালো কাজ করবে, আমরা তাদের সাথে আছি। এমপি কমল কক্সবাজারকে স্মার্ট করতে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
নির্বাচন পরবর্তী সদর উপজেলার কেন্দ্র ভিত্তিক নেতৃবৃন্দের সাথে শুকরানা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে সদর উপজেলার ঝিলংজার বাংলাবাজার ছুরুতিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে এ শুকরানা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউর রহমান রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান চৌধুরী, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান ছিদ্দিক, খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ঝিলংজা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কুদরত উল্লাহ সিকদার, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এহছানুল হক, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর কাদের, খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রিয়াদ, পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রমুখ।
চাটগাঁ নিউজ/এমআর