নেতানিয়াহুকে আবারো সতর্ক বার্তা বাইডেনের

চাটগাঁ নিউজ ডেস্কঃ গাজা উপত্যকার রাফাহ শহরের বেসামরিক নাগরিকদের কোনোরকম নিরাপত্তা ছাড়াই সেখানে অভিযান শুরুর পাঁয়তারা করছে ইসরায়েল। এমন অভিযোগ করে রীতিমতো ইসরায়েলকে বার্তাও দিলেন হোয়াইট হাউস।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফের টেলিফোন করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, রাফাহ শহরের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করার জন্য একটি বিশ্বাসযোগ্য এবং কার্যকরী পরিকল্পনা ছাড়া সেখানে কোনো সামরিক অভিযান চালানো উচিত নয় বলে মার্কিন প্রেসিডেন্ট তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছেন।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top