ক্রীড়া ডেস্ক: ব্রাজিলে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটছে নেইমার জুনিয়রের। এরমধ্যেই নতুন সুখবর পেয়েছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। চতুর্থবারের মতো বাবা হয়েছেন তিনি। তাদের ঘর আলো করে এসেছে এক কন্যাসন্তান।
নেইমারের প্রথম সন্তান দাভি লুকা, জন্ম নেয় ২০১১ সালে তার প্রাক্তন বান্ধবী ক্যারোলিনা দান্তাস-এর ঘরে। এরপর ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার আমান্দা কিম্বার্লির গর্ভে জন্ম নেয় মাভি নামের কন্যা।
বর্তমান সঙ্গিনী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নেইমারের দ্বিতীয় সন্তানের আগমন ঘটেছে। এর আগেই তাদের ঘরে এসেছে মেয়ে মাভি। এবার সেই মাভি পেয়েছে ছোট বোন মেল-কে।
ইনস্টাগ্রামে মেয়েকে নিয়ে প্রথম ছবি শেয়ার করেছেন ব্রুনা। ক্যাপশনে লিখেছেন, “আমাদের মেল এসেছে, আমাদের জীবন আরও পূর্ণ করতে, আরও মিষ্টি করে তুলতে! স্বাগতম, মেয়ে! ঈশ্বর যেন তোমার জীবন আশীর্বাদে ভরে দেন এবং সব বিপদ থেকে রক্ষা করেন। তোমার সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা তোমায় ভালোবাসি!”
ছবিতে ফুটে উঠেছে সন্তানের আগমনে দম্পতির আনন্দ-উচ্ছ্বাস।
গত জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে গেছেন নেইমার। ফলে পরিবার ও সন্তানের পাশে থাকার সুযোগ পাচ্ছেন তিনি। চতুর্থ সন্তানের আগমন উপলক্ষে সান্তোসের কাছ থেকে ছুটি নিয়েছেন এই তারকা ফুটবলার।
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন নেইমার। সান্তোসের সঙ্গে চুক্তি ২০২৬ সাল পর্যন্ত বাড়িয়েছেন নেইমার। এরপর ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে তার পরবর্তী ক্লাব-ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ