চাটগাঁ নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি নুরের সঙ্গে ফোনে কথা বলেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আলাপচারিতায় নুর ঘটনার বিস্তারিত তুলে ধরেন সরকার প্রধানের কাছে। এ সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শুক্রবার রাতে কাকরাইলে নুরসহ তার দলের নেতাকর্মীরা যৌথবাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন। নুরের চিকিৎসায় রাতেই মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তার নাকের হাড় ভেঙে গেছে; যে কারণে অনেক রক্তক্ষরণ হয়েছিল। তার রক্তক্ষরণ আগেই বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন