চাটগাঁ নিউজ ডেস্ক : অবশেষে নিলামে উঠছে আওয়ামী লীগ সরকারের এমপিদের নামে আসা ৩১টি ল্যান্ড ক্রুজার গাড়ি। গত আগস্ট-সেপ্টেম্বরে বিগত সরকারের এমপিরা শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি এনেছিল। কিন্তু ৫ আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কারণে গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় খালাস নিতে পারেননি। এসব গাড়ির সাথে আরও ৬৯টি নতুন ব্র্যান্ডের গাড়িও থাকছে নিলামে।
যাদের নামে গাড়িগুলো আনা হয়েছে, তারা হলেন- জিন্নাত আরা হেনরি, রণজিৎ চন্দ্র সরকার, এসএকে একরামুজ্জামান, অভিনেত্রী তারানা হালিম, শাম্মী আহমেদ, অনুপম শাহজাহান জয়, ফরিদা ইয়াসমিন প্রমুখ। সংশ্লিষ্টদের গাড়িগুলো স্বাভাবিক নিয়মে (শুল্ক দিয়ে) ডেলিভারি নেওয়ার জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া না মেলায় নিলামে যাচ্ছে কর্তৃপক্ষ।
নিলামের কথা স্বীকার করে চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার সহকারী কমিশনার সাকিব হোসাইন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসারে এমপি কোটায় আনা গাড়িগুলো শুল্ক দিয়ে ছাড় করিয়ে নেওয়ার জন্য আমদানিকারকদের কাছে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে রেসপন্স না পাওযায় এখন গাড়িগুলো নিলামে উঠছে। এমন গাড়ি রয়েছে ৩১টি।
এমপিদের নামে ল্যান্ড ক্রুজার গাড়ি গত আগস্ট-সেপ্টেম্বরে এসেছিল। প্রতিটি গাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা। কিন্তু নিলামে বিক্রির জন্য গাড়িগুলোর ভিত্তিমূল্য কতো ধরা হয়েছে জানতে চাইলে সাকিব হোসাইন বলেন, ৯ কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছে। এই টাকার ৬০ শতাংশ দাম যদি নিলামে পাওয়া যায় তাহলে নিলাম কমিটি ডাকদাতাকে গাড়ি দিতে পারে। এর কম পাওয়া গেলে দ্বিতীয় নিলামের জন্য অপেক্ষা করতে হবে।
কাস্টমস সূত্রে জানা যায়, এমপি কোটার ৩১টি ল্যান্ড ক্রুজার ছাড়াও ১৩টি হেভেল, ১টি রেভফোর, ৫টি হ্যারিয়ার, ৩টি নোহা, ৩টি প্রিমিও, ১০টি ড্রাম ট্রাক, ৩০টি মিক্সচার ট্রাক, স্কয়ার ৩টি ও ওসাকা ব্রান্ডের একটি গাড়ি রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ