চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় চাঁদা না পেয়ে ৩ নির্মাণ শ্রমিককে ছুড়িকাঘাতের ঘটনা ঘটেছে। পরে আহতবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে হামজারবাগ এলাকায় মোহাম্মদ ইউনুস নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবন হোসাইন টাওয়ারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি চাঁদার দাবি নিয়ে ভবনের নিচে উপস্থিত হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে নির্মাণকাজে নিয়োজিত তিন শ্রমিককে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় আহতরা হলেন- চান্দগাঁও থানার বদ্দার বাড়ির আব্দুল মান্নানের পুত্র মোহাম্মদ কামাল, কালামের পুত্র মোহাম্মদ সজিব ও মোহাম্মদ ইউসুফের পুত্র মোহাম্মদ হাসনাইন। পরে অন্যান্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। তবে জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
এ বিষয়ে ঠিকাদার মঞ্জুর জানান, এটি পরিকল্পিতভাবে চাঁদা আদায়ের জন্য সন্ত্রাসী হামলা। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলেও তিনি জানান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ







