‘নির্বাচিত হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করব’
বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমদ

চাটগাঁ নিউজ ডেস্ক: সংসদ সদস্য নির্বাচিত হলে সর্বপ্রথম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমদ। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে প্রতিটি সেক্টরে কাজ করারও আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিপ্লাস টিভির বিশেষ টকশোতে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। যেটি সঞ্চালনা করেন সিপ্লাস টিভির এডিটর ইন চিফ আলমগীর অপু।

বিশেষ এই  টকশোতে জসিম উদ্দিন বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার সর্বপ্রথম দাবি থাকবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার। নির্বাচনে জিতলে মরণফাঁদ হিসেবে পরিচিত এই মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার জন্য যা যা করণীয় তার সবটুকু করার চেষ্ঠা ইনশাআল্লাহ আমার থাকবে।

বিস্তারিত সিপ্লাস টিভিতে………………

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top