চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে দেশের ৬৪টি জেলায় মাঠপর্যায়ে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা হওয়ার মধ্য দিয়ে তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এদিন সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্ডা লাসে বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ইইউ পর্যবেক্ষণ মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাদের সরাসরি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও বিশ্বাসযোগ্য মূল্যায়নে সহায়ক হবে।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘমেয়াদি ও দেশব্যাপী পর্যবেক্ষণের ক্ষেত্রে একটি সুসংগঠিত ও পরীক্ষিত পদ্ধতি অনুসরণ করে থাকে। এর মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন দিক গভীরভাবে বিশ্লেষণ করা সম্ভব হয়। মাঠপর্যায়ের পর্যবেক্ষকরা আঞ্চলিক পর্যায়ে নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং ঢাকাভিত্তিক মূল দলের বিশেষজ্ঞদের বিশ্লেষণে তথ্য সহায়তা দেবেন।
ইন্ডা লাসে আরও বলেন, পর্যবেক্ষকরা দুই সদস্যের দলে কাজ করবেন। তারা ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি নাগরিক পর্যবেক্ষক এবং তরুণ কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এ কার্যক্রম শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রাম ও ছোট শহরেও পরিচালিত হবে।
তিনি জানান, এসব পর্যবেক্ষক ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদস্য রাষ্ট্র ছাড়াও কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে এসেছেন। মাঠে নামার আগে তাদের বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, আইনগত কাঠামো এবং গণমাধ্যম ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত ধারণা ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এ নির্বাচনী পর্যবেক্ষণ মিশনটি কাজ করছে বলে জানান তিনি। মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস, যিনি গত ১১ জানুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে মিশনের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






