মহেশখালী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে মহেশখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে বড় মহেশখালী, নতুন বাজার, ছোট মহেশখালী ও আদিনাথ ঘাটসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসার বাহিনীর সহযোগিতায় নিয়মিত টহল কার্যক্রম চালানো হয়।
এ সময় সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়। অভিযানে দণ্ডবিধি ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় ৫টি মামলায় ৫ জন সিএনজি চালককে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও চেকপোস্ট স্থাপন করে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয় এবং পথচারীদের সন্দেহজনক আচরণ পর্যবেক্ষণ করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্রও যাচাই করে নৌবাহিনী।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে মহেশখালীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন





