নির্বাচন ঘিরে চট্টগ্রাম নগরে তল্লাশি-নজরদারি জোরদার

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নগরের কাজীর দেউড়ী এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও সেনাবাহিনী। অভিযানের সময় বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দীন জানান, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান লক্ষ্য। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান তিনি।

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top