চাটগাঁ নিউজ ডেস্ক: নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এজন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতাও চায় দলটি।
রোববার (২৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এ সময় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইইউর প্রতি আহ্বানও জানায় দলটি।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচনে অবজারভার পাঠানোর বিষয়ে আমরা কথা বলেছি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বিষয়ে, বিশেষ করে প্রত্যেক ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা যাতে থাকে প্রস্তাব করেছি। তারা এটাকে এনকারেজ করেছে।
এসময়, গণতন্ত্র, নারী অধিকার ও সংখ্যালঘু নিয়ে জামায়াতের অবস্থান জানতে চায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।
আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানান, জামায়াতে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ৪৩ শতাংশ। যৌনকর্মীদের লাইসেন্স দেওয়া নারীর মর্যাদা ও অধিকারের প্রতি আঘাত বলেও উল্লেখ করেন তিনি।
চাটগাঁ নিউজ/এমকেএন