নির্বাচনে ক্ষতি করতে পারে এমন লোককে খুঁজছি : কৃষ্ণপদ রায়

নিজস্ব প্রতিবেদকঃ যারা নির্বাচনে সহিংসতা করবে বা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ক্ষতি করতে চায়, তাদেরকে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।
বুধবার (৩ জানুয়ারি) নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনক চত্ত্বরে সিএমপি ও আঞ্জুমান মফিদুল ইসলাম চট্টগ্রামের উদ্যোগে অসহায়, দুস্থ ও এতীমদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এই সময় সিএমপি কমিশনার বলেন, আপনারা জানেন আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির শেষ পর্যায়ে আছি। আমরা সবার প্রতি সমানভাবে আইন প্রয়োগ করবো।
তিনি আরো বলেন, আমরা নির্বাচনে ক্ষতি হতে পারে এমন লোককে খুঁজছি। আমাদের গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিকভাবে নজরদারিতে আছে। তাদের সাথে আইনানুগ ব্যাবস্থা গ্রহন ধারাবাহিকভাবে প্রক্রিয়াধীন আছে।
এইসময় তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী ও সমর্থকদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার এমএ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার আ.স.ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারিশ। এইসময় আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ–সভাপতি এমএ মালেক, সহ–সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, নির্বাহী সদস্য মোহাম্মদ ওসমান গণি, সদস্য মো. জয়নাল আবেদীন, সহকারী পরিচালক মো. সেলিম নাসের, হিসাব কর্মকর্তা আবদুল কাইয়ুম ও সাইট ইঞ্জিনিয়ার আবিদুর রহমান সোহেল।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top