নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন মামলায় জামিন পেলেন মোস্তাফিজুর রহমান

চাটগাঁ নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী আদালতে জামিন পেয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় হাজির হয়ে তিনি আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

মোস্তাফিজুর রহমান চৌধুরীর আইনজীবী এস এম বজলুর রশিদ মিন্টু বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ২৬ ডিসেম্বর এই মামলা করেছিল নির্বাচন কমিশন। তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন’

বাঁশখালীর নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা বাদি হয়ে নির্বাচনী আচরণবিধি আইনের ৮(খ) ধারায় মামলাটি করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলা গ্রহণ করে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ৩ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

চাটগাঁ নিউজ/এম আর

Scroll to Top