চাটগাঁ নিউজ ডেস্কঃ চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একটি কক্ষে দেরিতে প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ওই কক্ষে দায়িত্ব পালন করা দুই পর্যবেক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম চাটগাঁ নিউজকে জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরুর প্রথমেই শিক্ষার্থীদের বহুনির্বাচনী উত্তরপত্র দেওয়া হয়। এর জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ ছিল। বহুনির্বাচনী পরীক্ষা শেষ হতেই পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা হয়। দুটি পরীক্ষার মাঝখানে কোনো বিরতি না থাকলেও ওই কক্ষে দুজন পর্যবেক্ষক বহুনির্বাচনী পরীক্ষা শেষে শিক্ষার্থীদের রচনামূলক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করেননি। পরে পরীক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে নির্ধারিত সময় শেষ হওয়ার পর আরও আধাঘণ্টা পরীক্ষা দেওয়ার সুযোগ পায় ৪০ শিক্ষার্থী।
তিনি আরো বলেন, ওই দুই শিক্ষককে তাৎক্ষণিক শোকজ করা হয়। শোকজের জবাব দেওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এসবিএন