চাটগাঁ নিউজ ডেস্ক : নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে আজ আদালতে তোলা হচ্ছেনা চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, সাবেক এই সাংসদকে যথাযথ নিরাপত্তা বলয়ে আনা এই মূহুর্তে সম্ভব হচ্ছে না পুলিশের। তাই আজ আদালত না তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও জানা গেছে, ফজলে করিম চৌধুরী এখনও ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে রয়েছেন। আজ বুধবার সকালে সেখান থেকে এনে সরাসরি আদালতে তোলার কথা ছিল।
এর আগে গত ১২ সেপ্টেম্বর ‘অবৈধভাবে’ ভারতে যাওয়ার চেষ্টাকালে সকাল ৬টা ৫০ মিনিটে ফকির মোড়া বিওপির টহলদল আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করেন বিজিবি।
আটক অন্যান্যরা হলেন- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।
চাটগাঁ নিউজ/জেএইচ

															
								




