চাটগাঁ নিউজ ডেস্ক: বিএসটিআইয়ের নিবন্ধন ছাড়াই পণ্য বিক্রির দায়ে নগরীর মুরাদপুর এলাকার তিন প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২ ফেব্রুয়ারি) পাঁচলাইশের মুরাদপুর এলাকায় বিএসটিআইয়ে উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহীদ ইশরাক।
অভিযানে মিঠাই সুইটস এন্ড বেকারিকে বিএসটিআইয়ের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট ও কেক মোড়কজাত ও বাজারজাত করায় ১৫ হাজার টাকা, হাসিনা বেকারিকে একই অপরাধে ২ হাজার টাকা এবং আবির ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই চট্টগ্রাম অফিসের সহকারী পরিচালক (সিএম উইং) নিখিল রায় জানান, বিএসটিআইয়ের মোড়কজাত নিবন্ধন ছাড়াই মিঠাই সুইটস এন্ড বেকারি, হাসিনা বেকারি ও আবির ফুড প্রোডাক্টস ব্রেড, বিস্কুট ও কেক বিক্রি করছিল। অভিযানে এই প্রতিষ্ঠানগুলোকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের চট্টগ্রাম অফিসের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. মাহফুজুর রহমান,পরিদর্শক (মেট্রোলজি) বুলবুল আহমেদ জয়, সহকারী পরিচালক (মেট্রোলজি) পূজন কর্মকার।
চাটগাঁ নিউজ/জেএইচ