চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে নিজ বাড়ির আঙ্গিনায় গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। পরিবারের ধারণা ডাকাতরা এ গুলি করেছে। পরে ঐ যুবককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ৫টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ইপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ঐ যুবকের নাম মো. আজম।
পরিবারের দাবি, বড় ছেলের বিয়ের কথাবার্তা চলছে। বড় ছেলে বিদেশ থাকে। বিয়ের জন্য কিছু জিনিসপত্রও কেনা হয়েছে। হয়তো তার খবর পেয়ে ডাকাতি করার উদ্দেশ্যে দুবৃর্ত্তরা হানা দেয়। পরিবারের অন্যান্য সদস্যরা সবাই ঘুম ছিল। বাধার মুখে হয়তো ছোট ছেলে আজমকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার হাতে এবং মুখে গুলি করা হয়েছে। এতে তার ৮-১০ টা দাঁত মাড়িসহ পড়ে গেছে। গুলিটি গলায় আটকে আছে।
ভিকটিমের স্ত্রী বলেন, সে কথা বলতে পারছে না। তবুও ইশারা ইঙ্গিতে যা জানতে পেরেছি, তার মুখে হাতে গুলি করার পর, অস্ত্রে নাকি আরো গুলি ভরছিল দুর্বৃত্তরা। তখন সে দৌঁড়ে বাড়ির ভিতর ঢুকে গেট বন্ধ করে দেওয়াতে প্রাণে রক্ষা পেয়েছে। এর আগে আমরা সবাই ঘরের ভিতর ছিলাম।
আজম হয়তো ভোরে বের হয়েছে তখন এই ঘটনা ঘটে। মনে হয় তারা ডাকাতি করার জন্য আসছিল। বাধার মুখে তাকে গুলি করেছে দুর্বৃত্তরা। চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনো পুলিশকে জানানো হয়নি।
চান্দগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার উদ্দিন বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত কোন তথ্য নাই। এখনও বিষয়টি নিয়ে কোনো অভিযোগ পাইনি। তবে আমরা খোঁজ নিয়ে দেখছি।
চাটগাঁ নিউজ/জেএইচ