নিজের শহরে আসছেন ড. ইউনূস, উৎফুল্ল চাটগাঁবাসী

নিজস্ব প্রতিবেদক: নিজের শহর চট্টগ্রামে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার চট্টগ্রাম আসছেন তিনি। আগামী ১৪ মে বুধবার চট্টগ্রাম এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, জোবরা গ্রামে নিজ জন্মভিটা পরিদর্শন, বন্দর পরিদর্শন ও সার্কিট হাউসে সাময়িক অবস্থানসহ দিনব্যাপী কর্মসূচি রয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৪ মে সকালে চট্টগ্রাম পৌঁছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে এনসিটি–৫ ইয়ার্ডে অনুষ্ঠিতব্য একটি মতবিনিময় সভায় যোগ দেবেন।

বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে বন্দরের চলমান কার্যক্রম, কর্মক্ষমতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরসহ চলমান ও প্রস্তাবিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ে একটি মাল্টি–মিডিয়া উপস্থাপনা করা হবে।

চট্টগ্রাম বন্দরের অনুষ্ঠান সেরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে আসবেন। সার্কিট হাউসে তার কয়েকটি কর্মসূচি নির্ধারিত রয়েছে। সার্কিট হাউসে কর্ণফুলী নদীর উপর কালুরঘাট রেল কাম সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠান ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের দলিল হস্তান্তর অনুষ্ঠান রয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্যার চট্টগ্রামে আসছেন। এটি তার নিজের শহর। নিজের জন্মভূমি। চট্টগ্রামের জনগণ তাদের মাটির সন্তানকে উষ্ণ অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বহুল প্রতীক্ষিত এ সফরটি সফল করতে আমরা শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছি।

সার্কিট হাউস থেকে সমাবর্তনে যোগ দেয়ার জন্য প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে যাত্রা দেবেন। কর্মজীবনের শুরুতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান। সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২ হাজার ৬০০ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে। এই অনুষ্ঠানে ২০১৫-২০২৫ সালের ২২ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে ভাষণ দেবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দারিদ্র্য বিমোচন ও বিশ্ব শান্তিতে অসামান্য অবদানের জন্য ডি লিট ডিগ্রিতে সম্মানিত করবে।

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, সমাবর্তন সফল করার জন্য উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের নেতৃত্বে ও তত্ত্বাবধানে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। এই সমাবর্তন অনুষ্ঠানটি দেশের যেকোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে সবচেয়ে বড় সমাবর্তন হবে বলে আশা করছি।

সমাবর্তন শেষে ড. ইউনূস বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রাম জোবরা পরিদর্শনের সিদ্ধান্ত রয়েছে বলে জানা গেছে।

এদিকে, ড. মুহাম্মদ ইউনুসের চট্টগ্রাম আসার এই সুবর্ণ সুযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোন অনুষ্ঠান আয়োজনের সিডিউল নেই। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফরে সংস্থাটির কোন কর্মসূচি না থাকায় জনমনে নানা আলোচনা চলছে।

তবে ১ মে চট্টগ্রামের জনপ্রিয় টিভি চ্যানেল সিপ্লাস টিভির একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছিলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম আসলে তাকে দিয়ে চসিক চালুকৃত ‘‘আমার চট্টগ্রাম” অ্যাপটি উদ্বোধন করাবেন। এ উপলক্ষে প্রধান উপদেষ্টাকে সিটি কর্পোরেশনে আমন্ত্রণ জানাবেন তিনি। কিন্তু চট্টগ্রামে বহুল প্রতীক্ষিত প্রধান উপদেষ্টা আসতে চলেছেন। আর তার সিডিউলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কোন কর্মসূচি নেই।

এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহি কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস স্যার চট্টগ্রাম আসছেন। এটি দীর্ঘ আকাঙ্ক্ষিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোন কর্মসূচি নেই। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রোড ডিভাইডারে রংকরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা, বিদ্যুতায়নসহ আমাদের বিভিন্ন কাজ চলছে।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top