নিজের ব্যানার নিজেই সরালেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) প্রধান কার্যালয়ে নতুন মেয়রকে অভিনন্দন জানিয়ে সাঁটানো সকল ব্যানার, পোস্টার নিজের হাতে অপসারণ করে ক্লিন সিটির সূচনা করলেন ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে নগর ভবনের সম্মুখ থেকে মেয়রকে শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার ও পোস্টার সরানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে নগরীর ৪১টি ওয়ার্ডে সড়ক, অলি-গলিতে যত ব্যানার, পোস্টার, ফেস্টুন রয়েছে তা দ্রুততার সাথে অপসারন করার নির্দেশনা দেন তিনি।

এসময় মেয়র শাহাদাত বলেন, আমাদের নেতাকর্মীরা আমাকে ভালবেসে পকেটের পয়সা খরচ করে হাজার হাজার ব্যানার-পোস্টার বানিয়ে সেগুলো চসিক সদর দপ্তরসহ নগরীর বিভিন্ন জায়গায় টাঙিয়েছেন। নেতাকর্মীদের এই ভালবাসার মূল্য আমি কতটুকু দিতে পারবো জানি না। তাদের কাছে আমি কৃতজ্ঞ। তবে নগরবাসীকে অনুরোধ করছি, আপনারা কেউ ব্যানার পোস্টার লাগাবেন না। নালা নর্দমায় কাগজ, বোতল, প্লাস্টিক ফেলবেন না। এই শহরকে পরিস্কার রাখতে হবে।

মেয়র আরও বলেন, আমি এক সপ্তাহ আগেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। আজকে আবার বলছি, আমার ছবি সম্বলিত যেসব ব্যানার, পোস্টার রয়েছে সেগুলো অপসারণের পাশাপাশি অন্য সকল ধরণের ব্যানার, পোস্টারগুলোও অপসারণ করে ফেলতে হবে। শুধু সিটি কর্পোরেশন সদর দপ্তরে নয়, পুরো নগরের ব্যানার, পোস্টার অপসারণ করতে হবে। আমাকে মন থেকে ভালবাসবেন, ব্যানার-পোস্টার টাঙিয়ে লাভ নেই। এই শহর আমার, আপনার সবার। এই শহরকে সুন্দর রাখা আমাদেরই দায়িত্ব।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top