নিজের খোঁড়া গর্তে পড়লেন বাবুল

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের এক ইউপি সদস্য চেক প্রতারণার মামলায় অন্যজনকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্যের নাম মোঃ বাবলু মিয়া। তিনি সীতাকুণ্ড থানার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের মে মাসে বাদী মহিউদ্দিন আহম্মদ আসামির বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করেন। তদন্তে পিবিআই রিপোর্টে জানা যায়, আসামী বাদীর স্বাক্ষর ও সীল জাল করে চেক জালিয়াতি করেছে।আসামী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বাদী পক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, আসামী বাদীর বিরুদ্ধেও চেকের মামলা করেছিলেন। কিন্তু আদালত তদন্তে জালিয়াতির প্রমাণ পেয়ে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top