নিজের খরচে লন্ডন সফরে মেয়র শাহাদাত

চাটগাঁ নিউজ ডেস্ক : লন্ডন থেকে এক বিবৃতিতে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, লন্ডন সফরের সম্পূর্ণ খরচ মেয়র ব্যক্তিগতভাবে বহন করছেন। এর আগে মেয়রের কানাডার টরন্টো সফরের খরচও তিনিই বহন করেছেন। সরকার, চট্টগ্রাম সিটি করপোরেশন, ঠিকাদার বা তৃতীয় কোনো পক্ষ এই সফরে অর্থায়ন করছে না।

রবিবার (৯ নভেম্বর) রাতে বিবৃতির বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ।

বিবৃতিতে মেয়র বলেন, মেয়রের লন্ডন সফরকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমের তদারকি করবেন চসিকের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন।

মেয়র বলেন, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন দাপ্তরিক দায়িত্ব পালন করলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের গাড়ি অথবা জ্বালানি ব্যবহার করেন না। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তিনি ব্যক্তিগত গাড়ি এবং জ্বালানি ব্যবহার করেন।

এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মেয়র।

চসিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টায় লন্ডন সফরের জন্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন মেয়র। শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের বিমানে ঢাকা থেকে দোহা এবং সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন মেয়র। ২১ নভেম্বর ঢাকায় ফেরার কথা মেয়রের। বিমানবন্দরে মেয়রকে বিদায় জানান চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানাসহ বিভাগীয় ও শাখা প্রধান, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ ও জিয়াউর রহমান জিয়া।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top