চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২৪ আগস্ট) চট্টগ্রাম আন্দরকিল্লা মোমিন রোডস্থ মেহেরুন টাওয়ারের (তৃতীয় তলায়) অফিস উদ্বোধন করেন সিআরএফের সভাপতি কাজী আবুল মনসুর। এর পর কেক কেটে অফিসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, ধন্যবাদ বক্তব্য রাখেন হাসান মুকুল।
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সজল চৌধুরী, মোহন মিন্টু, সাইফুল্লাহ চৌধুরী, ভুপেন দাস, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম পারভেজ, আবুল কাশেম সরোজ, তানভীর আহমেদ, হাসান মুরাদ, এস এম পিন্টু, সরোয়ার আমিন বাবু, রোজী চৌধুরী প্রমুখ।
সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুর বলেন, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদর মান উন্নয়নই হবে ফোরামের অন্যতম কাজ। বর্তমানে দেশে যে ধারার সাংবাদিকতা চলছে, তাতে সাংবাদিকরা মান সম্পন্ন রিপোর্ট তৈরি করতে নানা সমস্যার সম্মুখীন হন। চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সেই শূন্যতা পূরণ করতে ভূমিকা রাখবে। আগামীতে ফোরামের সদস্যদের সার্বিক কল্যাণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
পরে মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন পরিচালনা কমিটির নির্বাহী সদস্য কামরুল হুদা।
চাটগাঁ নিউজ/এসএ