নিখোঁজ ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ২

লোহাগাড়া

লোহাগাড়া প্রতিনিধি: গত তিনদিন ধরে নিখোঁজ থাকার পর চট্টগ্রামের লোহাগাড়ায় মোহাম্মদ হাসান (৩৫) নামে এক পান ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে জুবাইর হোসেন ও বাবু দে নামের ২ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের মীরাখিল নামক স্থানে রেললাইনের পাশের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসান একই এলাকার পান ব্যবসায়ী ইছহাক সওদাগরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসান চুনতি বাজারের তার বাবার সাথে পানের ব্যবসা করতেন। গত ১২ সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হাসান নিখোঁজ হন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার খোঁজ মিলেনি। গতকাল রোববার রাতে স্থানীয়রা উল্লিখিত এলাকায় ব্রিজের নিচ থেকে গন্ধ পেয়ে সেখানে হাসানের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশের প্রাথমিক ধারণা দুর্বৃত্তরা হাসানের টাকা ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে এই  হত্যাকাণ্ডটি ঘটায়।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান বেপারী জানান, এই ঘটনায় উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরের খীল এলাকার ইসমাইলের পুত্র মোঃ যোবায়ের হোসেন (২১) এবং মৃত পরিমল ধরের পুত্র ও নোবেল দে এর পালক পুত্র বাবু দে (২০) কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে মীরের খীল মেম্বারপাড়া সাকিনস্থ রাস্তার উপর শ্বাসরোধ করে হত্যা করে হাসানের লাশ রেলবিট সংলগ্ন কালভার্টের ভিতরে লুকিয়ে রেখেছিল। হাসান এর কাছ থেকে পান বিক্রির টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য হত্যা করে এবং মৃতদেহ ঘটনাস্থলে লুকিয়ে রাখে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/দেবপ্রিয়/জেএইচ

Scroll to Top