নিখোঁজ বৃদ্ধ আবু সৈয়দকে খুঁজছে পরিবার

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আবু সৈয়দ (৬৮) নামে এক বৃদ্ধ তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের মালেকুজ্জামানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত ৯ ডিসেম্বর দুপুর প্রায় ১২টার দিকে আবু সৈয়দ আনোয়ারা উপেজলা সদরের কেজি ভবন এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আর ফেরেননি। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ বাড়ছে।

নিখোঁজ ব্যক্তির স্ত্রী ইসলাম খাতুন আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরির করেছেন। তিনি জানান, তিন দিন ধরে স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছেন না। আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজখবর নেওয়া হয়েছে। কোথাও খোঁজ না পাওয়ায় খুব চিন্তায় আছেন তারা।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জুনায়েত চৌধুরী বলেন, “নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”

কেউ তার সন্ধান পেলে ০১৮২৮-৮৩৩০২৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top