পড়া হয়েছে: ৩০
নিজস্ব প্রতিবেদক : মহানগরীর নিউ মার্কেট এলাকায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
আজ বৃহস্পতিবার (২৩ মে) দিনভর সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন যৌথভাবে নিউমার্কেট মোড়, স্টেশন রোড, জুবিলী রোড, অমরচাঁদ রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ফুটপাত ও রাস্তা থেকে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদসহ মালামাল জব্দ করা হয়।
অভিযানকালে ম্যাজিস্ট্রেটগণকে চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।
চাটগাঁ নিউজ/এআইকে/এসএ