নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের পাঠিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। পরবর্তী রাউন্ডে যেতে হলে এ ম্যাচ জিততেই টাইগারদের। অন্যথায় গ্রুপ পর্ব থেকেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে যাবে বাংলাদেশের।

এদিকে এ প্রতিবেদন লেখা অবধি ১০ ওভার শেষ এক উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেন বাংলাদেশ। তামজিদ হাসান ২৪ রান করে ব্রেসওয়েলের বলে উইলিয়ামসনের হাতে ধরা পড়েছেন। এ অবস্থায় দলকে টানছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে আজ দু’টি পরিবর্তন এনেছে টাইগাররা। একাদশে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও নাহিদ রানা।

অন্যদিকে, পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা নিউজিল্যান্ড একাদশেও দু’টি পরিবর্তন হয়েছে। নাথান স্মিথ ও ড্যারিল মিচেলের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে কাইল জেমিসন ও রাচিন রবীন্দ্রর।

ওয়ানডে ক্রিকেটে ৪৫বার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে ১১টিতে জিতেছে, ৩৩টিতে হেরেছে টাইগাররা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও’রুর্ক।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top