না ফেরার দেশে চিকিৎসাধীন প্রেমা, আরাধ্যকে নেয়া হলো ঢাকায়

লোহাগাড়ার ভয়াবহ সড়ক দুর্ঘটনা

চাটগাঁ নিউজ ডেস্ক: চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পারি দিলেন চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮)। অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত শিশু আরাধ্য বিশ্বাসকে চমেক হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রেমা। অন্যদিকে চিকিৎসকদের পরামর্শে ঢাকা স্কয়ার হাসপাতালে আরাধ্যকে স্থানান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

চমেক হাসপাতালের চিকিৎসক ডা. ধীমান চৌধুরী জানান, গুরুতর আহত প্রেমার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত শুক্রবার সকালে সে মৃত্যুবরণ করে।

আরাধ্যার বিষয়ে জানতে চাইলে ডা. ধীমান চৌধুরী বলেন— শিশু আরাধ্যর মাথায় আঘাত লেগেছে, শরীরের অন্যান্য স্থানেও জখম হয়েছে। মাঝে মাঝে তার জ্ঞান ফিরলেও অবস্থা এখনও আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, ঝুঁকিমুক্ত রাখতে তাকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত বুধবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে। যেখানে চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহণের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১০ আরোহী নিহত হন, যাদের মধ্যে ছিলেন আরাধ্য বিশ্বাসের বাবা দিলীপ বিশ্বাস ও মা সাধনা মণ্ডল।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top