পড়া হয়েছে: 25
চাটগাঁ নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ সোমবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত। পোস্টে নাহিদের সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেন তিনি।
নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।
চাটগাঁ নিউজ/এমকেএন