‘নাসিরুল আলম ছিলেন একজন নিবেদিত সংবাদকর্মী’

স্মরণ সভায় সিএমইউজে নেতৃবন্দ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সদস্য, চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন এবং যমুনা টেলিভিশনের সাবেক সিনিয়র ক্যামেরাপার্সন নাসিরুল আলমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সিএমইউজে মিলনায়তনে সিএমইউজে সভাপতি মো. শাহ নওয়াজের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সালেহ নোমান, সহ সভাপতি মো. মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক মজুমদার নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী।

সভায় উপস্থিত ছিলেন সিএমইউজে সদস্য এম. ওসমান গণি, মোহাম্মদ তোয়াহা, মো. হোসেন, কামরুল হুদা, ছগীর আহমদ, এনাম হায়দার, আলী আকবর, জাহাঙ্গীর আলম, মো. সাইফুল ইসলাম, বজলুল হক।

এসময় বক্তারা বলেন, মরহুম নাসিরুল আলম একজন নিবেদিত সংবাদকর্মী ছিলেন। সততার সাথে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে গেছেন। তার কর্মময় জীবনের স্মৃতি আজীবন সহকর্মীদের প্রেরণা যোগাবে।

নেতৃবৃন্দ মরহুম নাসিরুল আলমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে নগরের আসাদগঞ্জের নিজ বাসভবনে ইন্তেকাল করেন সাংবাদিক নাসিরুল আলম।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top