চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর রমনা এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত একটি পথসভায় দুর্বৃত্তরা এই হামলা চালায়।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এই ধরনের আক্রমণ এবারই প্রথম নয়। এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় তার নির্বাচনী পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়েছিল। তবে মঙ্গলবারের ঘটনাতেও নাসীরুদ্দীন কিংবা তার সঙ্গে থাকা নেতা-কর্মীদের মধ্যে কেউ বড় ধরনের আঘাত পাননি।
পরপর দুইবার ঘটে যাওয়া এই হেনেস্তার শিকার হয়েও নাসীরুদ্দীন পাটওয়ারী তার নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। যদিও আগের ঘটনার পর তারা দ্রুত কর্মসূচি শেষ করে নিরাপদ স্থানে সরে গিয়েছিলেন, তবে আজকের ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে।
ঢাকা-৮ আসনের এই প্রার্থীর ওপর কেন বারবার এ ধরনের হামলা চালানো হচ্ছে, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তার কর্মী-সমর্থকদের দাবি, বিরোধী পক্ষ তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে আতঙ্কিত হয়ে এই নোংরা পথ বেছে নিয়েছে।
রমনা ও সিদ্ধেশ্বরী এলাকায় এই ধরনের ঘটনায় নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা। তবে এখন পর্যন্ত এই ডিম হামলার ঘটনায় কাউকেই আটক করার খবর পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





