নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে শুলকবহর এলাকায় একাধিক বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বলছেন- ‘এটি কোন নাশকতা নয়, বৈদ্যুতিক গলোযোগের কারণে এমনটি ঘটেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে দাবি করছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
তাদের দাবি বৈদ্যুতিক গোলযোগ হলে পর পর এতো গুলো বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগতো না। এর মধ্যে আবার এক সারিতে সব গুলো খুঁটিতে আগুন লাগেনি, কিছু কিছু গেপ রেখে তারপর আগুন দেওয়া হয়েছে।
স্থানীয় মো. মোহামিনুল ইসলাম কানন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বহদ্দারহাট থেকে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের ফুলকি রাস্তায় পড়ছে। আমি খুব কাছাকাছি ছিলাম, দৌঁড় দিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি।
এ অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা দাবি করে আইএসপিএবি চট্টগ্রামের সদস্য সচিব ফারহান ফুয়াদ ‘চাটগাঁ নিউজ’কে বলেন- এটি কোন বৈদ্যুতিক গলোযোগ নয়, এটি পরিকল্পিত নাশকতা। আগুন লাগলে এক সারিতে সব গুলো খুঁটিতেই লাগার কথা কিন্তু তা না ঘটে কিছু কিছু গেপ রেখে আগুন লেগেছে। এতেই প্রমাণিত হয় এটি পরিকল্পিত।
এছাড়াও তিনি জানান, মঙ্গলবার (২৫ মার্চ) ইফতারের আগে বৈদ্যুতিক তার নিয়ে ওই এলাকায় দু’টি পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে ঝগড়া হয়েছে। এতেই আমি সন্দেহ করছি তারা এ কাজটি করতে পারে।
তবে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, নাশতকার প্রশ্নই আসে না, এটি বৈদ্যুতিক গোলযোগ।
তিনি জানান, রেগুলার তারের উপর হাই ভোল্টেজ তার যাওয়ায় শক সার্কিট হয়েছে। ফলে এক সারিতে এতোগুলো খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
চাটগাঁ নিউজ/এইচএস/জেএইচ