নালায় পড়ে শিশু মৃত্যুর ঘটনায় চসিকের ৩ সদস্যের তদন্ত কমিটি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর হালিশহরে নালায় পড়ে হুমায়রা নামে তিন বছর বয়সী শিশুর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

আগামী এক কর্ম দিবসের মধ্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনাও দেওয়া হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) বিকেলের এই ঘটনায় রাতেই এই অফিস আদেশ জারি করা হয়।

আদেশে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীকে আহবায়ক, চসিকের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলামকে সদস্য ও নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানকে সদস্য সচিব করে এই কমিটি দেওয়া হয়েছে।

এর আগে ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলামসহ চসিকের অন্যান্য কর্মকর্তারা। এসময় নিহত শিশুর দাফন কাফনের জন্য ৩০ হাজার টাকা দেয়া হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top